দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ জানুয়ারি ২০২৪: শনিবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পলাশডিহায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, হাই ভোল্টেজ লাইনের কাজ হচ্ছে পুরনো তার দিয়ে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ।
শনিবার সকালে পলাশডিহা বাজার এলাকার উপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য তার লাগানোর কাজ হচ্ছিল। আচমকা স্থানীয়রা সংস্থার ঠিকাদারকে এবং কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়। স্থানীয় বাসিন্দা শ্যামল ব্যানার্জি অভিযোগ করেন, তাঁরা দেখতে পান ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য লাগানো হচ্ছে পুরনো তার। মাঝে মাঝে ছেঁড়া তার দিয়ে সংযোগ করা হচ্ছে। এই তার বাজারের উপর দিয়ে গেলে যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। সরকারি কাজ এইভাবে কেন হবে? সেটাই জানতে চান ঠিকাদারের কাছে। ঠিকাদারের কাছে সদুত্তর না পেয়ে তাঁরা কাজ বন্ধ করে দেন।
নতুন তার দিয়ে কাজ করা না হলে বাজারের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের তার নিয়ে যেতে দেবেন না বলে জানান এলাকাবাসী। এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে ঠিকাদারের সঙ্গে বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। বিদ্যুৎ বন্টন নিগমের ঠিকাদার সৌম্যদীপ মণ্ডল দাবি করেন, “এই তার পুরনো নয়। জল কাদা পেয়ে মরচে ধরেছে। আর তার ছোট পড়লে জয়েন্ট করতেই হয় বা ছিঁড়ে গেলেও জয়েন্ট করতে হয়। তবুও স্থানীয়দের দাবির কথা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে কাজ বন্ধ আছে। বণ্টন নিগমের ডিভিশনাল ম্যানেজার সোহেল হোসেন বলেন, “স্থানীয়দের এবং ঠিকাদারকে সোমবার ডিভিশনাল অফিসে ডাকা হয়েছে। স্থানীয়দের যদি কোন সমস্যা থাকে সমাধান করা হবে।!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।