ভূমিপুত্রদের চাকরি চাই, গোপালমাঠ থেকে নবান্ন পর্যন্ত পদযাত্রার প্রস্তুতি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: অবিলম্বে স্থানীয় সব কারখানায় এলাকার বেকারদের কাজের নিশ্চিত ব্যবস্থা করতে হবে। ভূমিহারা ভূমিপুত্রদের জমিতে গড়ে ওঠা কারখানায় কাজের পরিমাণের সংরক্ষণ নিশ্চিত করতে হবে। অবিলম্বে দুর্গাপুরের সব কারখানার কর্মরত শ্রমিকদের তালিকা প্রকাশ করতে হবে যাতে বোঝা যায়, কতজন ভূমিপুত্র কাজ পেয়েছে। এই তিন দাবিতে রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠে গণসাক্ষর অভিযান কর্মসূচী করল ভূমি রক্ষা কমিটি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই তিন দফা দাবি নিয়ে শহর জুড়ে জন জাগরণ কর্মসূচি পালন করা হবে বলে কমিটির তরফে জানিয়েছেন ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী দিনে এই তিন দফা দাবি নিয়ে নবান্ন পর্যন্ত পদ যাত্রা করা হবে। তাঁর দাবি, ভূমিপুত্রদের হকের চাকরি কারা টাকার লোভে বহিরাগতদের বিক্রি করল, কেন ভূমিপুত্রদের পরিবারের জন্য চাকরির সংরক্ষণ করা হল না, এই সব প্রশ্নের উত্তর চাই। এদিনের গণ সাক্ষর অভিযানে বহু স্থানীয় মানুষ সাক্ষর করেন। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

