তাপবিদ্যুতের কালো ছাইয়ের দূষণ থেকে বাঁচতে গোপালমাঠের ভূমি রক্ষা কমিটির বিক্ষোভ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশনের (ডিএসটিপিএস) কালো ছাইয়ের দূষণে জেরবার দশা। এমনই অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দাদের। তাঁরা জানিয়েছেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কালো ছাইয়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। শ্বাসকষ্টের সমস্যা, চোখের সমস্যায় ভুগতে হচ্ছে। পরিবহণের সময় ছাই পড়ছে প্রাচীন জলাশয়ে। জলাশয়ের জল এর জেরে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে।
প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির সদস্যরা। উত্তেজনা সামাল দিতে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। অভিযোগ, দামোদর ভ্যালি কর্পোরেশনের আধিকারিকদের কাছে ছাই ফেলা বন্ধ করার দাবি জানানো হয়েছে বার বার। কিন্তু কোনও ফল হয়নি। দুর্গাপুরের মহকুমাশাসক এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদেও এই সমস্যার কথা আগে জানানো হয়েছে। কোনও সুরাহা হয়নি। তাই শেষপর্যন্ত তাঁরা দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয় ঘেরাও করে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। কার্যালয়ের সামনে বসে পড়েন তাঁরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ভূমি রক্ষা কমিটির সভাপতি ধ্রবজ্যোতি মুখার্জি বলেন, “আমরা সুস্থভাবে বাঁচতে পারছি না। একের পর এক ছাই বোঝাই ডাম্পার আঢাকা অবস্থায় ছাই নিয়ে যাতায়াত করে। ফলে ডাম্পার থেকে সেই ছাই উড়ে এলাকায় ছড়িয়ে পড়ে। কার্যত ছাইয়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। গোপাল মাঠের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করলাম। আগামী ১৫দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে।” দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার অরূপ দে বলেন, “আমরা অভিযোগ শুনলাম। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।