মিছিলে প্রতীকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে হাঁটানো হয়।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ নভেম্বর ২০২৩: পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে মিছিল করে বিজেপি। এরপর পুরসভার সামনে তুমুল বিক্ষোভ দেখান দলের কর্মী, সমর্থকেরা। মিছিলে প্রতীকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়কে কোমরে দড়ি বেঁধে হাঁটানো হয়। সেই তালিকায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও!
তৃণমূল ব্যাপক নিন্দা করেছে বিজেপির এই কর্মসূচীর। বিক্ষোভ সামাল দিতে পুলিশের বড় বাহিনী আসে। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এই প্রতিবাদ মিছিলে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা প্রমুখ। গান্ধী মোড় থেকে শুরু হয় মিছিল। এরপর দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ শুরু হয়। দ্রুত পুরসভা নির্বাচনের দাবি জানানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।