You are currently viewing কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ অক্টোবর ২০২৩: কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা ব্লকের গোপালপুর এলাকার ঘটনা। চার ঠিকা নিরাপত্তাকর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে সেখানকার একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার কাজ থেকে। অভিযোগের তির কাঁকসা ব্লক সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্যের বিরুদ্ধে।

প্রতিবাদে বুধবার বরখাস্ত বরখাস্ত হওয়া নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান গোপালপুরে ওই গ্যাস উত্তোলক সংস্থার গেটের সামনে। ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। তাঁদের বক্তব্য,  তাঁরা কর্মরত ছিলেন দীর্ঘদিন ধরে। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে অথচ গ্যাস সংস্থার ভালুককোন্দা অফিসে নতুন করে লোক নেওয়া হয়েছে। পুজোর আগে এেভাবে কাজ হারিয়ে ব্যাপত ক্ষুব্ধ তাঁরা।

সংস্থার গেট আটকে বিক্ষোভ চলতে থাকে। লোক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। পুলিশকে ঘিরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন আন্দোলনকারীরা। প্রায় ৪ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর আশ্বাস মেলায় ওঠে বিক্ষোভ।

তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে এভাবে তৃণমূলেরই কর্মী সমর্থকেরা রাস্তায় নামায় বিড়ম্বনায় শাসক দল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি। তিনি বলেন, ‘‘সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারখানায় লোক নিয়োগের বিষয়টি শ্রমিক সংগঠন দেখে। তাছাড়া, গোপালপুরের লোক ভালুককোন্দায় কাজ করতে চাইলে ভালুককোন্দার লোকেরা তা মানবেন কেন? তাঁদেরও তো কাজ চাই।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

আরও পড়ুন- ডাব বোঝাই পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত ১

Leave a Reply