দুর্গাপুর পুর নিগমে তুমুল বিক্ষোভ অস্থায়ী সাফাই কর্মীদের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ জুলাই ২০২৪: সরকারি হারে ন্যূনতম মজুরি মেলে না। ইএসআই, পিএফ মেলে না। বছরের পর বছর ধরে এভাবেই কাজ করে চলেছেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। পুরসভাকে বার বার বলেও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের। শুক্রবার তাঁরা দুর্গাপুর নগর নিগমের সামনে আইএনটিইউসি অনুমোদিত ‘ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নে’র ব্যানারে বিক্ষোভ দেখান।
আইএনটিইউসির জেলা সভাপতি তথা ‘ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নে’র সম্পাদক সুভাষ সাহা জানান, ‘ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট স্কিম’ প্রকল্পে কাজ করা ওই অস্থায়ী সাফাই কর্মীরা বর্তমানে দৈনিক ২০২টাকা মজুরী পান। সেখানে আসানসোল পুরসভায় সাফাই কর্মীদের দৈনিক ৩৪৭ টাকা করে মজুরি দেওয়া হয়। কমপক্ষে মাসে ১২ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাঁরা পিএফ, ইএসআই পান না। মেলে না নিরাপত্তা সরঞ্জাম।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সুভাষ সাহা বলেন, ‘‘দুর্গাপুরে সাফাইকর্মীদের বঞ্চনার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সরকারি নিয়মে ন্যূনতম মজুরি হওয়ার কথা ৩৭৯ টাকা। তাছাড়া একই জেলার দুটি পুরসভায় একই কাজের জন্য দু’রকম মজুরি কিভাবে হতে পারে?’’ নগর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, ‘‘সরকারি নিয়মে নির্মল বন্ধুদের জন্য ২০২ টাকা, নির্মল সাথী ৩০৩ টাকা এবং চালকদের জন্য ৪০৪ টাকা মজুরি দেওয়া হয়। শুধু দুর্গাপুরে নয়, সারা রাজ্যেই এক নিয়ম। তবে আমরা সাফাই কর্মীদের পাশে সাধ্যমতো আছি। গত বছর বর্ষায় রেন কোট দেওয়া হয়েছে। এখন পার্থেনিয়াম পরিস্কার করার জন্য মাস্ক, গ্লাভস দেওয়া হচ্ছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।