September 26, 2023

বহিরাগতদের প্রতিরোধ করল বাবনাবেড়া

দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ৮ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আমলাজোড়া পঞ্চায়েতের বাবনাবেড়ায় বহিরাগতরা বুথের দখল নিতে এলে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে। দুটি বাইক আটকে প্রথমে ভাঙচুর, পরে আগুন ধরানো হয়। সিপিএমের দাবি, শাসক দলের হয়ে বুথ লুঠ করতে এলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। বাধ্য হয়ে পালায় তারা।

https://fb.watch/lEUQwuSBhv/?mibextid=Nif5oz

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: