দুর্গাপুর, ২৬ এপ্রিল ২০২৪: গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রাণান্তকর পরিস্থিতি। তার উপরে সমস্যা আরও বাড়িয়েছে এলাকার এক কারখানার ভয়াবহ দূষণ। এমন অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝড়ায় কারখানার গেটে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা।
তাঁরা জানান, কাখানার কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। ঘরের বাইরে বেরোনো আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। কারখানা কর্তৃপক্ষের পাশাপশি কোনও হেলদোল নেই প্রশাসনের। এই অভিযোগ তুলে এদিন ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে নামেন এলাকাবাসীরা। কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরও ঘিরে ধরে চলে তুমুল বিক্ষোভ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। বিক্ষোভকারী প্রতিমা চক্রবর্তীর অভিযোগ, বিষাক্ত কালো ধোঁয়া উড়ে বেড়াচ্ছে গ্রামের ভেতর। এলার্জি থেকে নানা চর্মরোগ, শ্বাসকষ্ট, চোখের সমস্যা বেড়েই চলেছে। মুখে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরোনো যায় না। পুকুরের জল কালো হয়ে গিয়েছে। ছাই পড়ে চাষের জমিও চাষ করার অযোগ্য হয়ে যাচ্ছে।
তাঁরা জানান, একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে অভিযোগ করেও কোনও কাজ হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে নেমেছেন বিক্ষোভে। দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ শো মন্ডল অভিযোগ স্বীকার করে জানান, কিছুদিন আগে থেকেই তাঁর কাছে অভিযোগ করছিলেন স্থানীয়রা। এই আন্দোলন একেবারেই ন্যায্য। তিনি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত দূষণ নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।