You are currently viewing জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে ছিপে মাছ ধরে প্রতিবাদ

জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে ছিপে মাছ ধরে প্রতিবাদ

এদিন জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডের জমা জলে ভূমি রক্ষা কমিটির সদস্যরা পোনা মাছ ছেড়ে দেন। এরপর ছিপ হাতে সেই মাছ ধরতেও বসে যান তাঁরা। 

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ অক্টোবর ২০২৩: জাতীয় সড়কের সার্ভিস রোডে বড় বড় গর্ত। তার উপর টানা নিম্নচাপে পরিস্থিতি আরও বেহাল হয়েছে। গর্ত ভরে গিয়েছে জলে। কার্যত জায়গায় জায়গায় ডোবা তৈরি হয়েছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গোপালমাঠ থেকে মেনগেট পর্যন্ত ১৯নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ।

বৃহস্পতিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে আন্দোলনে সোচ্চার হল দুর্গাপুরের ভূমি রক্ষা কমিটি। অভিযোগ, হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। সার্ভিস রোডে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষকে বার বার দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। বিকল হয়ে যাচ্ছে বড় বড় ট্রাক থেকে ছোট চার চাকা গাড়ি এবং বাইক।আরও পড়ুন- প্যাচপ্যাচে কাদা রাস্তায় কলাগাছ পুঁতে পাকা রাস্তার দাবি

এদিন জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডের জমা জলে ভূমি রক্ষা কমিটির সদস্যরা পোনা মাছ ছেড়ে দেন। এরপর ছিপ হাতে সেই মাছ ধরতেও বসে যান তাঁরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দ্রুত সার্ভিস রোড সংস্কারের দাবি জানান তাঁরা। দ্রুত জাতীয় সড়কের সার্ভিস রোডের হাল না ফিরলে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি তাঁদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply