দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ মার্চ ২০২৪: বেসরকারি কারখানায় কাজের দাবিতে এবার ঠিকাদারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেেখালেন এলাকার বেকার যুবকরা। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নামো সগড়ভাঙার একটি বেসরকারি কারখানার গেটের সামনে কাজের দাবিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভে নেমেছিলেন এলাকার যুবকরা। রবিবার সঞ্জীব সরণিতে ওই কারখানার ঠিকাদারের অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়লেন শহরের ২৮ এবং ২৯ নং ওয়ার্ডের কয়েকজন বেকার যুবক।
ঠিকাদারকে ঘিরে ধরে ক্ষোভ জানাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারী সুমিত সিং অভিযোগ তোলেন, ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের কাছে কাজের দাবি করতে গেলে ওই ঠিকাদারের কাছে যাওয়ার কথা জানানো হচ্ছে। আর এজন্যই তাঁরা ঠিকাদারের কাছে কাজের দাবি জানাতে এসেছেন। কিন্তু ঠিকাদার কোনও সদুত্তর দিচ্ছেন না।
যতক্ষণ না পর্যন্ত তাঁদের ঠিকা শ্রমিকের কাজ দেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা ঠিকাদারের বাড়ির সামনেই বসে থাকবেন বলে সাফ জানিয়ে দেন তাঁরা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক ওই বেসরকারি কারখানার ঠিকাদার জানান, কাজ তিনি দিতে পারেন না। কাজ কারখানা কর্তৃপক্ষই দিতে পারেন। তাঁর কাছে বিক্ষোভ করে কোনও লাভ নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।