দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের একটি কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। কাঁকসার বাঁশকোপার বেসরকারি ইস্পাত কারখানায় এই বিক্ষোভে কারখানার মূল গেট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কাঁকসা খানার পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ, যখন কারখানার নির্মাণ কাজ চলছিল, তখন কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু কারখানায় উৎপাদন শুরু হওয়ার পর থেকেই স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। কাজ দেওয়া হচ্ছে বহিরাগতদের। দ্রুত কাজের দাবি জানান তাঁরা। বিক্ষোভের জেরে আটকে পড়ে কারখানার পণ্যবাহী বহু ট্রাক।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ দাবি করেন, “বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। দ্রুত স্থানীয়দের কাজ দেওয়া না হলে আন্দোলন চলবে।” যদিও কারখানা কর্তৃপক্ষ জানান, স্থানীয়দের দাবি পূরণের চেষ্টা করা হয় সব সময়। প্রশিক্ষণরত বহু যুবক-যুবতী ইতিমধ্যে কাজ পেয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।