
দুর্গাপুর: ভিন রাজ্যের বেসরকারি বন্দুকধারী রক্ষী নিয়োগের প্রতিবাদে সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বিক্ষোভ দেখান ঠিকা কর্মীরা। এনআইটির ক্যান্টিনের ১২ জন অস্থায়ী কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগে প্রায় ১ মাস ধরে আন্দোলন করছেন তাঁরা। এর মধ্যেই ৬ জন ভিন রাজ্যের বেসরকারি বন্দুকধারী রক্ষী নিয়োগ করার খবরে ক্ষোভ বেড়ে যায়। প্রতিবাদে সব ঠিকা কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে দেন। দুর্গাপুর থানার পুলিশ আসে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আসেন আইএনটিটিইউসির দুর্গাপুর ২ নম্বর ব্লক সভাপতি শান্তনু সোম। তিনি কথা বলেন এনআইটি কর্তৃপক্ষের সঙ্গে। তিনি বলেন, “বহু বছর ধরে কাজ করার পরে বসিয়ে দেওয়া হয়েছে ১২ জন ক্যান্টিন কর্মীকে। তাঁরা আন্দোলন করছেন। ভিন রাজ্য থেকে নিরাপত্তী রক্ষীদের আনা হচ্ছে। ক্যান্টিন কর্মীদের কাজে ফিরিয়ে নেওয়া এবং স্থানীয় নিরাপত্তা রক্ষী নিয়োগের দাবি জানানো হয়েছে।” তাঁর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
