দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ মার্চ ২০২৪: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে যজ্ঞ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা বাড়ির মধ্যেই পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে চোট লাগে। রক্তক্ষরণও হয়। দ্রুত মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকরা যজ্ঞ শুরু করে দেন।
দুর্গাপুরের প্রান্তিকা কালীমন্দিরেও চলে পুজো এবং যজ্ঞ। মুখ্যমন্ত্রীর নামে সংকল্প করে আরোগ্য কামনা করেন দুর্গাপুরের তৃণমূল উদ্বাস্তু সেলের কর্মী সমর্থকরা। একই সঙ্গে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ যাতে বিপুল ভোটে জয়লাভ করেন, সেই প্রার্থনাও করা হয়।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল উদ্বাস্তু সেলের সভাপতি অভিষেক রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগে। প্রচন্ড রক্তক্ষরণ হয়। হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কপালে এবং নাকে চারটি সেলাই করা হয়। বর্তমানে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। উনি সবার মুখ্যমন্ত্রী। রাজ্যের অভিভাবক। দ্রুত যাতে উনি সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাই করা হয়।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।