দুর্গাপুর: রবিবার দুর্গাপুরের বেনাচিতির অগ্রনী সাংস্কৃতিক পরিষদের পুজোর উদ্বোধন হল। ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এবার রাজস্থানের হাওয়া মহলের আদলে মন্ডপ হয়েছে। তবে প্রকৃত হাওয়া মহলের চেয়েও উচ্চতা বেশি করা হয়েছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুজো কমিটির তরফে কৌশিক সামন্ত বলেন, আমাদের পুজো এবার ৫৭ তম বর্ষে পদার্পণ করেছে।পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা। মন্ডপের উচ্চতা প্রায় ৮০ ফুট ও প্রস্থ প্রায় ১১৬ ফুট। মেদিনীপুরের শিল্পীরা মন্ডপ গড়েছেন। রাজস্থানি ছোঁয়ায় ১৪ ফুট উচ্চতার মূর্তি গড়েছেন দুর্গাপুরের মৃৎশিল্পী অরুণ পাল। বেনাচিতি হাই স্কুলের ময়দানে মন্ডপ তৈরি করা হয়েছে। তবে মূল পুজো হবে ক্লাব চত্বরে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।