দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ নভেম্বর ২০২৩: সেই ২০১১ সালের পরে আবার ২০২৩। মাঝে কেটে গিয়েছে প্রায় ১২ বছর। টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে উঠেছে ভারত। সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর কিছুক্ষণ পরে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মহারণ (India vs Australia)।
সারা দেশেই ভারত যাতে তৃতীয়বারের জন্য বিশ্বকাপ পায় সেজন্য শুরু হয়েছে যজ্ঞ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। টিম ইন্ডিয়ার জয়ের জন্য চলছে প্রার্থনা। দুর্গাপুরের ক্লাব আম্বিয়েন্স মাঠে শুরু হয়েছে মহাযজ্ঞ। বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ সামি , শুভমান গিলদের সাফল্যের জন্য চলছে প্রার্থনা।
জায়ান্ট স্ক্রিন টাঙানো হয়েছে ম্যাচ দেখার জন্য। সবার একটাই প্রার্থনা, বিশ্বকাপের ট্রফি ফিরে আসুক দেশে। ট্রফি উঠুক শর্মাজি অর্থাৎ ইন্ডিয়া টিমের অধিনায়ক রোহিত শর্মার হাতে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।