পানাগড়ে স্টপেজ দেবে পূর্বাঞ্চল এক্সপ্রেস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে এবার থেকে স্টপেজ দেবে কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস। আগামী ৭ সেপ্টেম্বর কলকাতা থেকে এসে বিকাল সাড়ে পাঁচটায় পানাগড়ে ট্রেনটি পৌঁছাবে। অন্যদিকে, ৮ সেপ্টেম্বর রাত ১টা ২ মিনিটে গোরক্ষপুর থেকে এসে পানাগড়ে পৌঁছাবে ট্রেন। যাতায়াতের পথে ট্রেনটি ১ মিনিট করে পানাগড়ে থামবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে স্টপেজ চালু করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।