জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে কেন আসছেন না পুতিন?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ আগস্ট ২০২৩: জি-২০ শীর্ষ সম্মেলনে (G20 summit) যোগ দিতে দিল্লিতে কেন আসছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ৯-১০ সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। থাকছেন না শুধু পুতিন!
তিনি দিল্লি আসছেন না, সোমবার বিকালে তা ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন পুতিন। তাঁর বদলে আসবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। বন্ধু ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন পুতিন। প্রসঙ্গত, ক্রেমলিন আগেই জানিয়েছিল, ভারতে যাওয়া নিয়ে প্রেসিডেন্টের কোনও পরিকল্পনা নেই। জি-২০ সামিটে সশরীরে উপস্থিত থাকছেন না তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।