মাইকিং করে মুচিপাড়া-শিবপুর রোডে দোকান সরিয়ে নিতে বলল পূর্ত দফতর
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার শিবপুরের অজয় নদের উপর নতুন সেতুর কাজ প্রায় শেষ। এই সেতু চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সড়ক হয়ে উঠবে মুচিপাড়া-শিবপুর রোড। তাই রাস্তা চওড়া করতে হবে। শিবপুর থেকে মুচিপাড়া পর্যন্ত রাস্তার দুই পাশের বহু দোকান ভাঙা পড়বে সেজন্য।
এলাকায় এলাকায় মাইকিং করে পূর্ত দফতরের পক্ষ থেকে সেই বার্তা জানিয়ে দেওয়া হচ্ছে। মুচিপাড়া থেকে শিবপুর সড়ক অজয়ের সেতু হয়ে বীরভূমের জয়দেব মোড়ে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কে মিশবে। সরকারি জায়গায় থাকা সব দোকান সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে দোকান সরানো না হলে দোকান ভেঙে ফেলা হবে বলে মাইকিং করে জানানো হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, “শুক্রবার থেকে ভাঙার প্রক্রিয়া শুরু হবে। সেপ্টেম্বরের মধ্যে অজয়ের সেতু এবং রাস্তা সম্পূর্ণ করার চেষ্টা চলছে। কৃষ্ণপুরের একটি বাড়ির জন্য সেতুর কাজ কিছুটা আটকে ছিল। সেই সমস্যাও মিটে গিয়েছে। সেই বাড়িটিও এই সপ্তাহের মধ্যেই ভাঙা হবে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অজয়ের সেতু এবং সম্প্রসারিত রাস্তার উদ্বোধন করতে পারেন।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।