দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ নভেম্বর ২০২২: ফের দুঃসংবাদ ব্রাজিল শিবিরে। বিশ্বকাপে (FIFA World Cup Football 2022) সুইত্জারল্যান্ড ম্যাচে কোমরে চোট পেয়েছেন দলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো। ফলে পরের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। কোমরের বাঁ পাশের মাংসপেশিতে চোট লেগেছে বলে জানান দলের চিকিত্সক রদ্রিগো লাসমা।
ব্রাজিলের পরের ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে এটিই। সান্দ্রোর জায়গায় লেফটব্যাক অ্যালেক্স তেলেস খেলবেন বলে জানা যাচ্ছে। নেইমারের পরে সান্দ্রোর এমন খবরে ব্রাজিলের সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।