সিপিএম তৃতীয় সালানপুরে, দায়িত্বে ছিলেন মীনাক্ষী স্বয়ং!

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ১৪ জুলাই ২০২৩: এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) সালানপুরে (Salanpur) তৃতীয় হয়েছে সিপিএম। দ্বিতীয় হয়েছে বিজেপি। ওই ব্লকে প্রথম দিন থেকেই মনোনয়ন দাখিলের কাজে নেতৃত্বে ছিলেন সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)।
কিন্তু মনোনয়ন প্রত্যাহারের সময় থেকেই বদলাতে থাকে ছবি। প্রথম দিন ২৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন যাঁদের অধিকাংশ ছিলেন সিপিএম প্রার্থী। ভোটের ফল বেরোলে দেখা যায়, গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রতিটি আসনেই সালানপুরে সিপিএম রয়েছে তৃতীয় স্থানে।
সিপিএম নেতৃত্বের দাবি, শাসক দলের সন্ত্রাস এই পরিস্থিতির জন্য দায়ী। প্রথমে জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো এবং পরে ভোটের দিনে ব্যাপক ভোটলুঠ। তার পর গণনাতেও কারচুপি হয়েছে। সব মিলিয়ে ভোটের নামে প্রহসন হয়েছে। তৃণমূল নেতৃত্বের পাল্টা বক্তব্য, গোলাপ ফুল, ঠান্ডা জল দিয়ে স্বাগত জানিয়ে সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা করানো হয়। সন্ত্রাস কেন করতে হবে তাঁদের? মানুষ সিপিএমের সঙ্গে নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।