সিটি সেন্টারের গ্রীনফিল্ড রেসিডেন্সিতে রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের গ্রীনফিল্ড রেসিডেন্সিতে আয়োজিত হল রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রীনফিল্ড রেসিডেন্সিয়াল সোসাইটির উদ্যোগে ৮ জুন সন্ধ্যায় রেসিডেন্সির নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠানের আযোজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী আবাসিকরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন, কবিতা আবৃত্তি করেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অতিথি শিল্পী হিসাবে ঋতুকণা ভৌমিক এবং শুভম চক্রবর্তী যথাক্রমে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি পরিবেশন করেন। বিশিষ্ট সঙ্গী শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানের শেষে ছিল নৈশভোজের ব্যবস্থা। এমন একটি বৈচিত্রপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আবাসনের আবাসিকরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

