পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ৪ঠা জুন সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ইস্পাত ২ শাখার উদ্যোগে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দুর্গাপুর ইস্পাত নগরীর অশোক এভিনিউ এর অলক অমর ভবন সংলগ্ন মুক্তমঞ্চে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে উৎসাহের সঙ্গে অনুষ্ঠান পরিবেশিত হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কানাই বিশ্বাস। মিত্রমেলা কিশোর বাহিনীর শিল্পীরা রবীন্দ্রনাথের ‘একান্নবর্তী’ শ্রুতি নাটক পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন শিল্পীদের পরিবেশিত আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, শ্রুতিনাটক, যন্ত্র সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা তরফদার ও সমীর দাস। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

