দুর্গাপুর দর্পণ, বোলপুর: ‘তোমায় করি গো নমস্কার’। রবীন্দ্রস্মরণ অনুষ্ঠান আয়োজিত হল বীরভূমের (Birbhum) শান্তিনিকেতনের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব ঘোষ সভাগৃহে। গত ১৮ আগস্ট বিকালে আয়োজন করা হয় ‘তোমায় করি গো নমস্কার’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের মনোজ্ঞ অনুষ্ঠান। কলকাতার রবীন্দ্র চর্চার অন্যতম প্রচার ও প্রসার কেন্দ্র ‘অনন্য মিউজিক’ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুমন পান্থি, দেবশ্রী বিশ্বাস, ঋতুকণা ভৌমিক, প্রীতম চক্রবর্তী, ঋতপা ভট্টাচার্য, প্রিয়ম মুখোপাধ্যায় সহ মোট ১৯ জন শিল্পী। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেই তাঁরা বিশ্বকবিকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এছাড়াআবৃত্তি পরিবেশন করেন ড. শতানিক ভট্টাচার্য। সমবেত সঙ্গীতে অংশ নেয় কাব্য সঙ্গীত একাডেমি, ঐকতান, অমলতাস প্রভৃতি সংস্থা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।