দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত ৯ আগস্ট সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রবীন্দ্রনাথ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংস্থা মোহর। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা কবিগুরুর লেখা গান ও কবিতায় তাঁকে স্মরণ করেন। বিধান নগর সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, শিখা পাল, ঋতুকণা ভৌমিক, মিতা মুখোপাধ্যায় প্রমুখ সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন ভরিয়ে দেন।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সংস্থার অধ্যক্ষা মালা দেববর্মন এবং সদস্য শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়, রোশনি মজুমদার প্রমুখ। আবৃত্তি কোলাজে অংশ নেন আমন্ত্রিত বাচিক শিল্পী হৃদয় সাঁই ও জয়িতা সাঁই। সম্মেলক আবৃত্তির অনুষ্ঠান পরিবেশন করেন ছন্দবাণী সংস্থার শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন নীলিমা বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋতুপর্ণা বিশ্বাস সরকার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।