দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর ২০২৩: বেআইনিভাবে বিদেশি সিগারেট বিক্রির অভিযোগে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সিটি সেন্টারে তিনটি দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বহু বিদেশি সিগারেট সহ তিনজনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ধৃত তিনজনের নাম সঞ্জয় কুমার রায়, রাজীব কুমার এবং নান্টু সিং।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই তিনটি দোকানে বেআইনিভাবে বিদেশি সিগারেট বিক্রি করা হয় বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দুর্গাপুর সিনেমার পাশের একটি দোকানে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পাশে বটতলার দুটি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন কোম্পানির বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করা হয়।