দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারি ২০২৪: আরপিএফের তল্লাশিতে রেল যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল ২৪টি বিদেশি মদের বোতল। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সোমবার গভীর রাতে ট্রলি ব্যাগ হাতে ট্রেনের জন্যে অপেক্ষা করছিলেন এক যাত্রী। তল্লাশি চালিয়ে সেই ব্যাগ থেকেই মদের বোতলগুলি উদ্ধার হয়।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধর্মেন্দ্র সাহ। ধৃতের বাড়ি বিহারের পাটনা জেলার চেতহরে। তাকে দেখে সন্দেহ হয় কর্মরত আরপিএফ জওয়ানদের। তাকে জেরা করে ব্যাগে তল্লাশি চালাতেই মদের বোতলগুলি পাওয়া যায়। উদ্ধার হওয়া ১৭.২৫০ লিটার বিদেশি মদের বাজার মূল্য প্রায় ২০ হাজার ৮৪০ টাকা। তাকে গ্রেফতার করে আবগারি দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।