‘এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই’- ফেসবুকে কমেন্ট করে দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন রেলকর্মী 

‘এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই’- ফেসবুকে কমেন্ট করে দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন রেলকর্মী 
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘এরপর দিদির গাড়িতে হামলা হবে। বেশি দেরি নেই।’ ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন বিতর্কিত কমেন্ট করে গ্রেফতার প্রাক্তন রেলকর্মী বাদল লস্কর। তাঁর এই কমেন্ট নিয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ পাল্টা ফেসবুক পোস্ট করে লেখেন, কে এই বাদল? খুঁজে বার করা হোক। আইনি ব্যবস্থা হোক। এরপরেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ দুর্গাপুর থানায় বাদল লস্করের বিরুদ্ধে রবিবার লিখিত অভিযোগ দায়ের করেন।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অভিযোগে লেখা হয়, ‘উক্ত ব্যক্তির এই ধরণের মন্তব্যের জন্য আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর মান, সম্মান হানি হয়েছে এবং ওই ব্যক্তির উসকানিমূলক মন্তব্যের ফলে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোনও জায়গায়, যে কোনও সময়ে মুখ্যমন্ত্রীর উপর হামলা করতে পারে।’ অবিলম্বে তাঁকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

পুলি‌শ জানিয়েছে, বাদল লস্করকে রবিবার রাতেই ডিএসপি টাউনশিপের অশোক এভিনিউ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে বিএনএস ১৫২, ৩৫৬, ১৯৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “মুখ্যমন্ত্রী কখন কী বলেন নিজেই জানেন না। সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট করতে শুরু করেছে। এবার বাংলার মানুষ রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, গাড়ি আটকাবে। মুখ্যমন্ত্রী কত জনকে গ্রেফতার করবেন?” তিনি দাবি করেন, ধৃতকে ছেড়ে না দেওয়া হলে আন্দোলন করবে বিজেপি।

রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “আমরা স্তম্ভিত। মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ হতে পারে বলে কেউ মন্তব্য করতে পারেন, এটা আমার চিন্তার বাইরে। যাঁরা এই ধরণের ব্যতিক্রমী আচরণ করবেন তাঁদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। উল্টোপাল্টা বকারও তো একটা লিমিট থাকে। আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে। আর, ওঁর যদি সত্যিই কোনও পরিকল্পনা জানা থাকে, তাহলে নিশ্চয়ই পুলিশ তথ্য নিয়ে এর পিছনে যাদের মাথা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!