ওভারহেড তারে কাজ করার সময় আচমকা চলে এল বিদ্যুৎ, মৃত ৬ রেল শ্রমিক

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৯ মে ২০২৩: ওভারহেড তারে কাজ করার সময় আচমকা চলে এল বিদ্যুৎ। মৃত্যু হল ৬ জন অস্থায়ী রেল শ্রমিকের। জখম হয়েছেন আরও ১২জন। রেল সূত্রে জানা গিয়েছে, ধানবাদ (Dhanbad) ও গোমো স্টেশনের মাঝে ওভারহেড তারের লাইনে মেরামতের কাজ করছিলেন তাঁরা। সেই সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে।
ধানবাদ-গোমো রুটে ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বন্ধ হয়ে যায় হাওড়া-দিল্লি রুটে ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিআরএম, রেলের আধিকারিকেরা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আসে মেডিক্যাল ভ্যান। কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত।