দুর্গাপুর দর্পণ, ২২ মে ২০২৪: ‘রেমালের’ প্রভাবে বুধবার সকালে বৃষ্টি হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে। এর জেরে দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে মনে করছেন বাসিন্দারা। কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর পূর্বাভাস দিয়ে আসছে মৌসম ভবন। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় বৃষ্টির দেখা মিলেছে।
বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। আকাশে মেঘ। দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুূর শিল্পাঞ্চল, খনি অঞ্চল অন্ডাল, পাণ্ডবেশ্বরের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই বৃষ্টির দেখা মিলেছে। ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি হলে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও হাওয়া অফিস সূত্রের খবর।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।