যাদবপুরে টিএমসিপি’র হাল ফেরাতে সভানেত্রী করা হল রাজন্যা হালদারকে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ আগস্ট ২০২৩: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি’র (TMCP) হাল ফেরাতে সভানেত্রী করা হল রাজন্যা হালদারকে (Rajanya Haldar)। তৃণমূলের একটি সূত্রে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের নেতৃত্বে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বুধবার যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ করে টিএমসিপি। প্রহৃত হন রাজন্যা। আগামী ছাত্র ভোটে টিএমসিপি যাতে যাদবপুরে সংসদ দখল করতে পারে সেই লক্ষ্যেই রাজন্যাকে সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।