দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৩ অক্টোবর ২০২৩: ঝাঁকা হল বাঁশ বা বেত দিয়ে তৈরি বিশেষ ঝুড়ি। এক সময় সেই ঝাঁকাতে বিভিন্ন পসরা নিয়ে বাড়ি বাড়ি ফেরি করে বেড়াতেন ফেরিওয়ালার দল। আবার, ঝাঁকায় করে মালপত্র বয়ে নিয়ে যেতেন কুলীরা। কালের প্রবাহে সে সব আজ প্রায় অতীত। এবারের দুর্গাপুজোয় নতুন প্রজন্মের সামনে সেই অতীতকেই ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন রাজারহাটের ‘সিলভার ওক এস্টেট’ কর্তৃপক্ষ।
রাজারহাট মেন রোডের কালীপার্কে গত সাত বছর ধরে পুজো আনছেন ‘সিলভার ওক এস্টেট’ কর্তৃপক্ষ। এবার পুজোর অষ্টম বর্ষ। এবারের থিম-ঝাঁকা। কর্তৃপক্ষ জানান, এই থিমের মাধ্যমে তাঁরা সম্মান জানান নিরলস পরিশ্রম করে দু’পয়সা রোজগারের জন্য মাথায় ঝাঁকা নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়ানো সেই সব ঝাঁকা মুটে, ফেরিওয়ালাদের।
আজ তাঁদের জায়গা নিয়েছে ‘ডেলিভারি বয়’রা। পুজো কমিটি জানিয়েছে, সেই ইতিহাসই উঠে আসবে এবারের থিমে। ‘ঝাঁকা মাথায় জীবন করি ফেরী, ঝাঁকায় এবার মাকে শরণ করি’। পুজো উপলক্ষে সম্প্রতি স্থানীয় এক অনাথ আশ্রমের বাচ্চাদের খাবার ও নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।