দুর্গাপুর দর্পণ, ২৮ জুন ২০২৪: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে সিনে ক্লাবের (Cine Club) যাত্রা শুরু হল। সৌজন্যে, দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন (Rajendra Academy for Teachers Education started)। বাংলা ভাষার কালজয়ী সিনেমার পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন সিনেমা দেখানো হবে। চর্চা হবে সিনেমা নিয়ে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মানস মাসান্ত। উদ্বোধনী দিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের দুটি যুগান্তকারী সিনেমা দেখানো হয়। পথের পাঁচালী ও হীরক রাজার দেশে। এদিন সত্যজিৎ রায়ের অস্কার জয়ের মুহূর্তটিও দেখানো হয়। ভিন্ন ভাষাভাষী ছাত্র-ছাত্রীদের কাছে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়। উপস্থিত সব ছাত্র-ছাত্রী দিনটি খুবই উপভোগ করে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, সিনে ক্লাব প্রতিষ্ঠার ভাবনা প্রথম এম.এড বিভাগের অধ্যাপক ড. সৌরভ পালের মাথায় আসে। তাঁর ভাবনাকে আরও সুন্দর ভাবে, সাজসজ্জায় ফুটিয়ে তোলেন প্রতিষ্ঠানের আর্টের অধ্যাপক প্রবীর বাইন। সহযোগী হিসেবে ছিলেন এই প্রতিষ্ঠানের আর এক সদস্য বীরেন বর্মন ও অন্যান্য অধ্যাপকমণ্ডলী। সব মিলিয়ে একটি অসাধারণ আবহ তৈরি হয় এদিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।