September 28, 2023

নির্বাচন কমিশনার রাজীব সিনহা কি পদত্যাগ করছেন?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ জুন ২০২৩: নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha) কি পদত্যাগ করছেন? রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) তাঁর জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোর পরে জল্পনা ছড়ায় তিনি পদত্যাগ করতে পারেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগের সম্ভাবনা খারিজ করে দেন। সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি স্টেপ ডাউন করছেন? নির্বাচন কমিশনার বলেন, ‘‘এমন কোনও তথ্য পাইনি।”

বুধবার সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election) রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাই কোর্ট (High Court)। রাতে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরেই জল্পনা ছড়ায় রাজীব সিনহা হয়তো পদত্যাগ করতে পারেন। কিন্তু বৃহস্পতিবার তিনি সেই সম্ভাবনা নাকচ করে দেন।

 

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: