দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি কারখানায় গত কয়েকদিনে দুটি দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে দু’জনের। হাসপাতালে জখম হয়ে ভর্তি রয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার সকালে ফের দুর্ঘটনা ঘটল সেখানে। হতাহতের খবর নেই।
তবে খুব অল্পের জন্য বেঁচে গিয়েছেন এক কর্মী। কোল হ্যাণ্ডলিং প্ল্যান্টের ঢোকার মুল রাস্তা যা আরএমএইচসি প্ল্যান্টও ব্যবহার করে, সেখানে একটি চলমান কোক রেক আচমকা উল্টে যায়। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন ওই কর্মী। আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায়, চাকার উপর থেকে রেকটি আলাদা হয়ে গিয়ে উল্টে গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now