মুখ্যমন্ত্রীর কুড়মি বৈঠকে ডাক পেলেন অভিষেকের কনভয়ে হামলায় ধৃত রাকেশ মাহাতো-ও

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৮ আগস্ট ২০২৩: জঙ্গলমহল সফরের প্রথম দিনেই মঙ্গলবার কুড়মিদের (kurmi) সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যান্য কুড়মি নেতাদের সঙ্গে বৈঠকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ও বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরে ধৃত কুড়মি নেতা রাকেশ মাহাতোও।
মুখ্যমন্ত্রীর কাছে দাবি-দাওয়া তুলে ধরেন কুড়মি নেতারা। পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় বৈঠকের ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের মা-মাটি-মানুষের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবন মানের মানোন্নয়নের জন্য সদা তৎপর। আমি আশাবাদী এই বৈঠক আগামি দিনে কুড়মি জনজাতির প্রত্যেকটি মানুষের জীবনে আলোর দিশারী হয়ে কাজ করবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।