দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল জমজমাট রাখি বন্ধন উৎসব। এলাকার মেয়েরা রাখি বেঁধে দেন ভাই ও দাদাদের হাতে। উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
মূলত ২৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই এর উদ্যোগে এই রাখি বন্ধন উৎসব কর্মসূচির আয়োজন করা হয়। রাখি পরানোর সঙ্গে চলে মিষ্টি মুখ ও বিভিন্ন অনুষ্ঠান। চরম উৎসাহ দেখা যায় এলাকাবাসীর মধ্যে। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, “রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক। সম্প্রীতির মেলবন্ধন গড়ে উঠুক। আমরা সকলে মিলে উৎসবের মেজাজে রাখি বন্ধন উৎসব পালন করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।