দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ডিএসপি টাউনশিপে বিদ্যাসাগর এভিনিউয়ে সিটুর অফিসে চড়াও হয় দুষ্কৃতীরা। শহিদ বেদীতে থাকা দলীয় পতাকা মাটিতে ফেলে পতাকা তোলার পাইপ চুরি করে নিয়ে পালায় দুষ্কতীরা। সিটু অনুমোদিত হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অফিস রয়েছে বিদ্যাসাগর এভিনিউয়ে। ইউনিয়নের সাধারণ সম্পাদক ললিত মিশ্র অভিযোগ করে বলেন, “রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল। দুর্গাপুরের তৃণমূলের নেতৃত্বে এই কাজ হয়েছে।”
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ। যদিও এদিন বিকালে ডিএসপি টাউনশিপে প্রতিবাদ মিছিল বের করে সিটু। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে পথে নামেন বাম কর্মী সমর্থকরা। সিটুর জেলা সম্পাদক তথা প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন সিপিএম বিধায়ক সন্তোষ দেব রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। আর জি কর কান্ডে দোষীদের গ্রেফতার ও কঠোর সাজার দাবিও করেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।