দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জানুয়ারি ২০২৪: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্র দুর্গাপুর এর উদ্যোগে এবং দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও কিশোর বাহিনীর সহযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে দামোদর অজয় বাঁচানোর ডাক দিয়ে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়।
শ্যামপুর বাজার থেকে সুকান্তপল্লী মোড় পর্যন্ত এই পদযাত্রার শেষে ছিল পথসভা। পদযাত্রার সূচনা করেন বিজ্ঞান আন্দোলনের রাজ্য নেতৃত্ব রামপ্রণয় গাঙ্গুলি। উপস্থিত ছিলেন বিজ্ঞান কর্মী সজল বসু, দেবব্রত চৌধুরী, রক্তদান ও পরিবেশ আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, আইনজীবী আয়ূব আনসারী প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now