দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর, ২৭ জুলাই ২০২৪: হেপাটাইটিস লিভারকে সম্পূর্ণ রূপে নষ্ট করে দিতে পারে। লিভার শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই হেপাটাইটিস থেকে সাবধান। হেপাটাইটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। প্রতিবছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়।
১৯৬৭ সালে ডঃ বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ প্রথম হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। তিনি হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করে নোবেল পুরস্কার পান। তাঁর জন্মদিন ২৮ জুলাই। তাঁর জন্মদিনে প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। চলতি বছর এই দিনটি রবিবার পড়ায় শনিবার বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পান্ডবেশ্বরের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শনিবার এলাকায় পদযাত্রা করা হয়। স্কুল থেকে পদযাত্রা শুরু হয়ে গ্রামের বিভিন্ন পাড়া ঘুরে শেষ হয় ফের স্কুলে এসে। পদযাত্রায় স্কুলের পড়ুয়াদের পাশাপাশি এলাকার আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সতন সৌ মন্ডল, জেলা পরিষদের সদস্য সুনীতি মন্ডল প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক অরুন কুমার দাঁ জানান, হেপাটাইটিস বি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী ১৪ দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করার নির্দেশ আছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ পদযাত্রা করা হয়। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।