রম্যবীণা-র উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত হল বসন্ত উৎসব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সাংস্কৃতিক সংস্থা ‘দুর্গাপুর রম্যবীণা’ প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করে। রম্যবীণা-র সদস্য ও শিক্ষার্থীরা নানা রঙের গানের ডালি উজাড় করে দেন ওই উৎসবে। ২৮ মার্চ সন্ধ্যায় ‘আনন্দ বসন্ত সমাগমে’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজিত হল দুর্গাপুর ইস্পাত নগরীর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সংস্থার সভাগৃহে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, আধুনিক বাংলা গান পরিবেশন করেন শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দ্যোপাধ্যায়, শম্পা বন্দ্যোপাধ্যায়, রিমা ঘোষ, মুনমুন বেরা, মৌসুমী রক্ষিত, সোমা দে রায়চৌধুরী, অনিন্দিতা সেনগুপ্ত, শ্রীকান্ত চট্টোপাধ্যায়, অঞ্জন চট্টোপাধ্যায়, কাজল দাস, মানসী মুখোপাধ্যায়, পারমিতা ভট্টাচার্য, পুলকবর্ধন ঘোষ সহ মোট ২৮ জন শিল্পী। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন সমীর রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস এবং প্রদীপ প্রামানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।