দুর্গাপুর দর্পণ, রানিগঞ্জ, ২০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার সিয়ার সোল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনের সারা বাংলা একাঙ্ক নাট্যোৎসব অনুষ্ঠিত হল ১৩-১৫ মার্চ। মোট ৯টি দল অংশগ্রহণ করেছিল। সিয়ার সোল গ্রামের নাটকের পিছনে রাজ পরিবারের অবদান অনেকটাই। এখানে কবি-সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে অনেক মনীষীদের আনাগোনা ছিল। প্রায় শতাধিক বর্ষ ধরে নাট্যচর্চা চলছে।
প্রথম সন্ধ্যায় উত্তর পাড়ার উত্তরায়ন গোষ্ঠীর নাটক ফল্গু ধারা, অঙ্গন বেলঘরিয়ার নাটক স্বাধীনতা কাকে বলে, বারাসাত কাল্পিকের নাটক পাতার বাঁশি পরিবেশিত হয়। দ্বিতীয় সন্ধ্যায় ইছাপুর আলোয়ার গোষ্ঠীর নাটক স্পর্শ, বর্ধমান মুক্ত মনন স্পীডের নাটক নামতে নামতে, শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্রের নাটক নবজাতক মঞ্চস্থ হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শেষদিন সন্ধ্যায় ইউনিটি মঞ্চের পোকা, বরানগর এবং এর নাটক লুল্লু, বর্ধমান গ্রাফিকের নাটক যাপন পরিবেশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি পণ্ডিত জীবন লাল মালিয়া, বর্তমান সভাপতি বিট্টলাল মালিয়া এবং প্রবীণ রবীন্দ্রনাথ ঘটক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হৃদয় লাল চ্যাটার্জী ,প্রদীপ নন্দী, শিবদাস ঘটক, শংকর চ্যাটার্জী, সুবীর লাল চ্যাটার্জী প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।