আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য।
দুর্গাপুর দর্পণ, কাজল মিত্র, আসানসোলঃ মঙ্গলবার সকালে আসানসোলের ডুরান্ড রেল কলোনিতে বিশাল একটি বাদুড় দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে বাদুড়টিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তাঁরা খবর দেন রেল কর্তৃপক্ষকে।
বিশাল ওই বাদুড় ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের কারও কারওর দাবি, চওড়ায় তিন থেকে চার ফুট ওই বাদুরটি বিরল প্রজাতির। খবর পেয়ে পুলিশ ও বন বিভাগের কর্মীরা আসেন। বন বিভাগের কর্মীরা বাদুরটিকে উদ্ধার করে নিয়ে যান।
বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, বাদুড়টি ইন্ডিয়ান ফ্লাইং ফক্স বা গ্রেটার ইন্ডিয়ান ফ্রুট ব্যাট প্রজাতির। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় এদের বড় দলে দেখা যায়। তবে আসানসোলের এই অঞ্চলে সাধারণত ছোট আকারের ফালভাস ফ্রুট ব্যাট প্রজাতির বাদুড় দেখা যায়। এত বড় বাদুড় আগে এখানে দেখা যায়নি। বাদুড়টিকে প্রথমে চিকিৎসা করিয়ে সুস্থ করা হবে। তারপর ছেড়ে দেওয়া হবে।
একটানা কয়েক হাজার কিমি উড়ে মঙ্গোলিয়া থেকে আফ্রিকা যায় বাজের দল