অঙ্গনওয়াড়ির খাবারে ইঁদুরের বিষ্ঠা, তুমুল উত্তেজনা

দুর্গাপুর দর্পণ,মুর্শিদাবাদ, ২৭ জুলাই ২০২৩: মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের হারুনপাড়ায় অঙ্গনওয়াড়ির খাবারে ইঁদুরের বিষ্ঠা ও পোকা! ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা। অভিযোগ, অবস্থা বেগতিক বুঝে প্রধান সহায়িকা পালিয়ে গেলেন।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে ডোমকলের ১৩৪ নম্বরের হারুরপাড়ায়। বৃহস্পতিবার বাচ্চাদের খাবারে মেলে পোকা, ইঁদুরের বিষ্ঠা। স্থানীয় মহিলাদের অভিযোগ, রান্না খাবারের প্রায়দিনই পোকা থাকে। আজকের ঘটনা জানাজানি হতেই অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে। মারমুখি হয়ে ওঠে অভিভাবকেরা। সুযোগ বুঝে পালিয়ে যায় প্রধান সহায়িকা সীমা খাতুন।