দুর্গাপুর: সন্ধ্যার পরে ফের বাড়ল দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার হার। নিম্নচাপের দরুণ বুধবার আসানসোল, দুর্গাপুরে প্রবল বৃষ্টি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪০ হজার ৭৫০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। নতুন করে আর বৃষ্টি না হওয়ায় বিকাল ৩টা নাগাদ তা কমে হয় ৩৪ হাজার ৪০০ কিউসেক। কিন্তু মাইথন থেকে ৬ হাজার ও পাঞ্চেত থেকে ১৬ হাজার কিউসেক হারে জল ছাড়ার জেরে বিকালের পরে ফের জল বাড়তে শুরু করে দুর্গাপুর ব্যারাজে। তাই সন্ধ্যা ৭টায় দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার হার বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার ৫৫০ কিউসেক। তবে এই হারে জল ছাড়ায় এখনই বিপদের কোনও আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।