
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ ফেব্রুয়ারি ২০২৪: যত দিন যাচ্ছে ততই ডিজিটাল হচ্ছে ভারতবর্ষ। মোবাইলে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ডিজিটাল প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা। সেই লিঙ্কে হাত পড়তেই গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। আবার তথ্য যাচাই না করে শেয়ার বাজারের বিনিয়োগ করতে গিয়েও নিঃস্ব হচ্ছেন অনেকে। থানায় অভিযোগ করার পরেও অনেক প্রতারকদের নাগাল পেতে নাজেহাল অবস্থা পুলিশের।
ডিজিটাল প্রতারণা আটকাতে নানা সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টেলিভিশনের পর্দায় কখনো ‘জাগো গ্রাহক জাগো’ এই বিজ্ঞাপনের মাধ্যমে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। আবার রাস্তায় নেমেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচার পথ দেখাচ্ছেন।
শুক্রবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানার পুলিশের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতার প্রতিনিধিদের নিয়ে হল সচেতনতা। উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিদের পাশাপাশি এসিপি দুর্গাপুর সুবীর রায় সহ পুলিশের আধিকারিকরা। সরকারি বেসরকারি ব্যাংকের আধিকারিকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে প্রতারণার নতুন নতুন ফন্দির বিষয়গুলি তুলে ধরেন। অজানা লিঙ্কে হাত না দেওয়ার, অনলাইনে লেনদেন করার আগে যাচাই করা, কেউ তথ্য চাইলে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। দুর্গাপুরের বণিকসভার সাধারণ সম্পাদক বিজয় কুমার গুপ্তা জানান, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কর্মসূচির মাধ্যমে তাঁরা সচেতন হলেন। জানলেন নতুন নতুন প্রতারণার কথা। এই ধরনের কর্মসূচি এলাকায় এলাকায় হলে অনেকটাই কমবে ডিজিটাল প্রতারণা।