Breaking News. গেট ভেঙে নার্সারিতে ঢুকে উল্টে গেল বেপরোয়া গাড়ি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গেট ভেঙে নার্সারিতে ঢুকে উল্টে গেল বেপরোয়া গাড়ি। শুক্রবার কাক ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের হোস্টেল এভিনিউয়ে। সকালে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ছুটে এল দুর্গাপুর থানার পুলিশ। গাড়িটিকে সরানোর ব্যবস্থা করে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার ভোরে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রবল বেগে হোস্টেল এভিনিউয়ের দিকে যাচ্ছিল গাড়িটি। হোস্টেল এভিনিউয়ের রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারির ভেতর ঢুকে উল্টে যায় গাড়িটি। তবে দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।ঘটনা জানাজানি হতেই সকাল থেকে ভিড় জমে যায় এলাকায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুর থানার পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালক সম্ভবত বেনাচিতির বাসিন্দা। তার খোঁজ চলছে। নার্সারির মালিক গণেশ পাশওয়ান বলেন, “সকালে খবর পেলাম একটি গাড়ি নার্সারির গেট ভেঙে ঢুকে উল্টে গিয়েছে। হয়তো রোটারির ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের নার্সারিতে ঢুকে উল্টে যায়। সামনে নার্সারির কোনও কর্মী থাকলে চরম বিপদ হতে পারত।” ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )
