দুর্গাপুর: বেপরোয়া গতির বলি ২ বোন। রাজ্য সড়কে তুমুল বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার প্রগতি পল্লি ও সুভাষ পল্লির মাঝে। প্রগতি পল্লির বাড়ি থেকে সুভাষ পল্লির মামা বাড়ি যাওয়ার জন্য ৯ নম্বর রাজ্য সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির বাইক ধাক্কা মারে দুই বোন আঁচল শোনকর (১২) এবং অর্পিতা শোনকরকে (৭)।
তড়িঘড়ি দুই জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় দুই বোনের। এরপরই উত্তেজিত জনতা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিবারকে ক্ষতিপূরণ ও রাস্তায় বাম্পারের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজা। কিন্তু উত্তেজিত জনতা তাঁর কথাতেও শান্ত হয়নি।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তাঁদের দাবি, যতক্ষণ না ট্রাফিক পুলিশ মোতায়ন করা হচ্ছে ততক্ষণ তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ থাকে রাজ্য সড়ক। শেষ পর্যন্ত ব্যারিকেড ও ট্রাফিক পুলিশ মোতায়ন করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তবে ২৪ ঘন্টা ট্রাফিক পুলিশ মোতায়েন না থাকলে ফের অবরোধ হবে বলে হুঁশিয়ারি দেন বাসিন্দারা। অভিযোগ, পুলিশের নজরদারি ও বাম্পার না থাকায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।