You are currently viewing বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে সুভাষ সরকার, কার্যালয়েই তালাবন্দী মন্ত্রী

বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে সুভাষ সরকার, কার্যালয়েই তালাবন্দী মন্ত্রী

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ,বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর ২০২৩: বিরাট বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়া ও মোটা টাকার বিনিময়ে দলের পদ বিক্রি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। দলের কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বাঁকুড়ায়(Bankura) বিজেপির কার্যালয়েই মন্ত্রীকে তালাবন্দী করল কর্মীরা। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা গিয়েছে, ৫ লক্ষ টাকার বিনিময়ে অনেককে কল্যাণী এইমসের চাকরি পাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। মোটা টাকার বিনিময়ে দলের পদ বিক্রিও করেছেন তিনি এমনটাই অভিযোগ। মঙ্গলবার এইসব অভিযোগে প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। কার্যালয়ের বাইরে চলে বিরাট বিক্ষোভ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই দফায় দফায় চলে বিক্ষোভ। পুলিশের নিরাপত্তায় কার্যত পালিয়ে বাঁচেন কেন্দ্রীয় মন্ত্রী।

Leave a Reply