You are currently viewing দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েই চলেছে

দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েই চলেছে

সোমবার সন্ধ্যা ৬টায় ছিল ১ লক্ষ ১ হাজার কিউসেক। রাতে বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল ৯টায় তা পোঁছে গিয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭০০ কিউসেকে।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩ অক্টোবর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিভিসি ব্যারাজ (Durgapur Barrage) থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েই চলেছে। সোমবার সন্ধ্যা ৬টায় ছিল ১ লক্ষ ১ হাজার কিউসেক। রাতে বাড়তে বাড়তে মঙ্গলবার সকাল ৯টায় তা পোঁছে গিয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭০০ কিউসেকে।

ঝাড়খন্ডে ভারী বৃষ্টি এবং এই রাজ্যের পশ্চিমাংশে বৃষ্টির জেরে জল বাড়ছে অজয়, দামোদর সহ সব নদ-নদীতে। দামোদরের জল বাড়ায় মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়া হচ্ছে। ফলে চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারেজেও। সেই চাপ কমাতে ছাড়া হচ্ছে জল। নিম্ন দামোদরে পশ্চিম বর্ধমানের অংশবিশেষ ছাড়াও পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া প্রভৃতি জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই নবান্নে জরুরি বৈঠক হয়েছে ৭ জেলার জেলা শাসকদের নিয়ে।

আরও পড়ুন- মামি শাশুড়িকে কুপ্রস্তাব, বাধা দেওয়ায় মামাশ্বশুরকে খুন, গ্রেফতার জামাই

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply