
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ জুলাই ২০২৪: সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সুপরিচিত বাচিক শিল্পী তপেশ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন। তাঁর স্মরণে ৮ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয় সেপকো টাউনশিপের কমিউনিটি হলে। সদ্যপ্রয়াত শিল্পীকে ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করেন দুর্গাপুরের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নৃত্য সহ সর্বস্তরের শিল্পীরা। স্মৃতিচারণ করেন সঙ্গীত শিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেববর্মন, পঙ্কজ শ্রীবাস্তব, তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী কাকলি রায়, হৃদয় সাঁই, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী সহ সর্বস্তরের শিল্পীরা।
শ্রুতিরঙ্গম, দুর্গাপুর নাটুকে, দুর্গাপুর কয়্যার, কলতান, দুর্গাপুর রম্যবীণা, মনবাউলা, আকাশতরী, সুরপরিষদ, নান্দনিক বচন, সপ্তসুর, সুরশ্রী, কথা ও কাহিনী, নিক্কন, মিউজিক্যাল ফ্রেন্ডস প্রভৃতি সংস্থার কর্ণধার ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সাংবাদিক প্রণয় রায়, অভিনেত্রী সুরুচি বিশ্বাস, সঙ্গীত শিল্পী দীপঙ্কর মুখার্জী, গোপাল কর্মকার, বাণী চট্টোপাধ্যায়, সোমনাথ ব্যানার্জী, বাচিক শিল্পী কিংশুক গুপ্ত, তবলাশিল্পী সমীর রায়, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, সমাজসেবী তরুণ রায় প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ঋতুকণা ভৌমিক। দুর্গাপুর শিল্পীমহলের সাধারণ সম্পাদক উদয়শঙ্কর বিশ্বাস এবং সর্বানী বসু, গোপাল কর্মকার ও অন্যান্যদের প্রচেষ্টা উল্লেখযোগ্য। সবশেষে সমবেত কন্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রূপা মুখোপাধ্যায় এবং সুস্মিতা সেনগুপ্ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।